Mohammad Alamgir

Mohammad Alamgir
Senior Teacher, CUHS,Ctg,BD. Head Examiner,
Secondary and Higher Secondary Education Board Chittagong.
International Coordinator, British Council. District Ambassador, Chittagong.(a2i)
Best Content Developer, Teachers Portal BD. Top Class Teacher, National Education Week 2018.

Charlakshya Union High School


বন্দর নগরী চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী পটিয়া উপজেলাধীন কর্ণফুলীর সৈকত বিধৌত সুন্দর মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। অত্র ইউনিয়নের অবস্থানরত গণ্যমান্য দানশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় শিক্ষানুরাগী জনসাধারণের ঐকামিত্মক প্রচেষ্ঠায় ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাই বর্তমান বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে পরম করম্নণাময় আলস্নাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে স্থানীয় মহান শিক্ষানুরাগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পূর্বের অনেক ছড়াউৎরাই পার হয়ে বর্তমান বিদ্যালয় ভবনটি দ্বিতল ভবন হিসেবে স্থানীয় জনসাধারণের কাছে আশা আকাঙ্খার নির্দশন হিসেবে কালের স্বাক্ষী হয়ে প্রতিষ্ঠা লাভ করেছে।

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন কর্ণফুলী তৃতীয় সেতুর দক্ষিণে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন মইজ্জ্যার টেক হইতে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়টি ১৯৭২ সনে অত্র এলাকার শিক্ষা বিসত্মারের প্রয়াসে মহান দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকামিত্মক প্রচেষ্ঠা ও সহায়তায় প্রতিষ্ঠিত।



 Web link of CUHS

       http://charlakshyaunionhighschool.edu.bd

                Click Here

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.